চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৫শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ।
করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পাহাড়ের প্রতিটি মানুষের পাশে দাড়িয়ে দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি এ দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এ কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।
রাঙামাটি পৌর এলাকার ৫ শাধিক পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেয়েছেন। এসব উপহার সামগ্রীর মধ্যে (ত্রাণ) চাল ১০ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা স্থানীয় কাউন্সিলার মাধ্যমে বিতরণের আগে ছিলিপ প্রদান করা হয়।
উল্লেখ্য ,১০টি উপজেলায় ৫০টি ইউনিয়ন ২টি পৌরসভায় প্রায় ২ কোটি টাকার ত্রাণ সহায়তা প্রদান করবেন জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান ।