আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনি কমিউনিটি ইন হেসেন নামক একটি সংগঠনের উদ্যোগে শনিবার (২২ মে) স্থানীয় সময় দুপুর ৪ টায় ফ্রাঙ্কফুর্টের প্রাণকেন্দ্র রোমারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন দেশের মুসলিম নাগরিক ছাড়াও অন্যান্য ধর্মের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ হামলা মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। অবৈধ দখলদার ইসরাইল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের ওপর দানবের মতো ঝাঁপিয়ে পড়েছে। পবিত্র রমজান মাসে নামাজরত অবস্থায় মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল-আকসা চত্বরে ঢুকে দখলদার ইসরাইলি বাহিনী আক্রমণ করেছে, যা একটি ঘৃণ্য এবং জঘন্য অপরাধ।’
সমাবেশে ‘ফ্রি ফিলিস্তিন’, ‘ফ্রি আল আকসা’ সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার এবং ফিলিস্থিনের পতাকা ও আল আকসা মসজিদের ছবি নিয়ে বিক্ষোভকারীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারীরা ইসরায়েলের এই হামলাকে গণহত্যা বলে আখ্যা দেন। তারা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ সকল আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতৃবৃন্দকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তারা জার্মানিকে ইসরাইলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান।