চৌধুরী হারুনুর রশীদ ,রাঙামাটি প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ও নানা আচার-অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটিতে শুভ বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পুর্ণিমা) উদযাপন করেছে, বৌদ্ধ সম্প্রদায়। বৌদ্ধ ধর্মের অমর প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব এবং মহাপরিনির্বাণ (মহাপ্রয়ান) লাভের ত্রিস্মৃতিবিজড়িত ঘটনাবহুল এ গৌরবান্বিত পবিত্র তিথি উপলক্ষে বুধবার বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজবন বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী প্রার্থনার আয়োজন করা হয়।
ওদিকে জেলার কাউখালী উপজেলার ঘিলাছড়ি পঞ্চকল্যাণ বৌদ্ধ বিহারসহ অনেক স্থানে মঙ্গলবারও বুদ্ধপূর্ণিমা উদযাপন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাঙামাটি সদরের রাঙাপানি টেকনিক্যালপাড়া ওঅনিমিয়ং ভাবনা কেন্দ্রে আজ (বৃহস্পতিবার) পবিত্র বুদ্ধপূর্ণিমা উদযাপন করা হবে বলে জানিয়েছেন, এ বৌদ্ধ ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান লংকার মহাথের।
তিনি বলেন, আমরা প্রত্যেক বছর এখানে ভিন্ন আঙ্গিক নিয়ে পবিত্র উৎসব পালনের মধ্য দিয়ে শুভ বুদ্ধপূর্ণিমার তাৎপর্য তুলে ধরি। এবার তিথিতেও তাই একদিন পিছিয়ে দিনব্যাপী পবিত্র তিথির তাৎপর্য তুলে ধওে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তথাগত ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরির্বাণ লাভের ত্রিস্মৃতিবিজড়িত মূর্তির গোসল করিয়ে ভিক্ষুসংঘ ও পুণ্যার্থীসহ একসঙ্গে বিশেষ প্রার্থনা করা হবে। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে বুদ্ধ পতাকা উত্তোলন, ধর্মীয় সংগীত পরিবেশন, উপসথ পালন, সংঘদান, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলনসহ নানা আচার-অনুষ্ঠান পালন করা হবে। এ বৌদ্ধধর্মীয় ভাবনা কেন্দ্রটি সম্পূর্ণ ভিক্ষুসংঘের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত।
এদিকে বুধবার শুরু হয়েছে নতুন বুদ্ধবর্ষ ২৫৬৪ বুদ্ধাব্দ। এদিন সকালে উপাসক-উপাসিকা পরিষদের উদ্যোগে শহরের রাজবন বিহারে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে বুদ্ধপূজা, পিন্ডদান, প্রাত:রাশ, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। অনুষ্ঠানে বিপুল পূণ্যার্থীর সমাগম ঘটে।
ধর্মীয় সভায় রাজবন বিহার আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্য বৌদ্ধ পুরোহিতরা পুণ্যার্থীদের মধ্যে ধর্মীয় দেশনা দেন। এ সময় রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ স্থানীয় সামাজিক নেতা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।