নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি অক্সিজেন ট্যাংক জেনারেল হাসপাতালে এসে পৌছেছে । রাঙামাটি জেনারেল হাসপাতালে আগামী সপ্তাহের মধ্যে অক্সিজেন ট্যাংক স্থাপনের মধ্যে দিয়ে কোভিট-১৯ আক্রান্ত রোগীরা হাইফ্লো অক্সিজেন সাপোর্ট নিশ্চিত হবে।রাঙামাটি পার্বত্য জেলার অবিসংবাদিত নেতা দীপংকর তালুকদার এম পি একান্ত প্রচেষ্টায় অক্সিজেন ট্যাংক রাঙামাটি এসে পৌছেছে ।
গতকাল রাঙামাটি অক্সিজেন ট্যাংক জেনারেল হাসপাতালে আসার সকলের মাঝে আনন্দের বন্যা বইছে ।
রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা ‘দৈনিক প্রত্যয়’কে জানান, গ্যাস ভর্তি করাসহ আনুসাঙ্গিক কাজ বাকী রয়েছে।
এইসব কাজশুরু করলে আশাকরি এক সপ্তাহের মধ্যে পড়বে ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জানায়, পার্বত্য জেলার এই পর্যন্ত যে সমস্ত জনগন কল্যানে ও উন্নযন মুলক কাজ করা হইয়াছে, সব গুলো আমাদের প্রিয় নেতা জননেতা দীপংকর তালুকদার এম পি একান্ত প্রচেষ্টায় ।