নিজস্ব প্রতিনধি: রাঙামাটি পর্যাটন শহরে স্থাস্থ্যবিধি মেনে আবাসিক হোটেল- রেষ্টুরেন্ট ও টুরিষ্ট বোট খুলে দেওয়ার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে । ১৬ আগষ্ট বিকাল ৫ ঘটিকায় জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় আগামী ১৯ তারিখ হতে মন্ত্রনালয়ের সিদ্ধান্তে খুলে দেওয়া হবে। আবাসিক হোটেলে ,রেষ্টুরেণ্ট ,টুরিষ্ট বোটে অর্ধেক পর্যাটক রাখার সিদ্ধান্ত দেয়া হয় ।
এতে কোন প্রকার স্থাস্থ্যবিধি মানা না হয় তাহলে পরে যে কোন সময় আবারও লকডাউনে ঘোষনা আসতে পারে । তাই যথাযথ সেনিটেশন ,মাস্ক ,সাবান সব কিছু পরিস্কার পরিছন্ন প্রস্তুত রাখার আহবান জানান , জেলা প্রশাসক মিজানুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.মামুন বলেন সরকার আপনাদের কথা বিবেচনা করে সব কিছু খুলে দেয়া হচ্ছে ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মাগফরুল হাসান আব্বাসী বলেন,যথাযথ সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান জেলা ডিপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দীন মিন্টু । আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি দীপংকর দেওয়ান ও সাধারণ সম্পাদক মঈন উদ্দীন সেলিম , রেষ্টুরেণ্ট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং টুরিষ্ট বোট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই সময় উপস্থিত ছিলেন।
সভার শেষে কার্যৗলয়ের সামনে বিএএসএ ১৫ আগষ্ট উপলক্ষে মাস্ক বিতরণ করা হয়।