নিজস্ব প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা অজিতকুমার রুদ্র স্যারের নির্দেশনায়, অভিনব কায়দায় গোদা চিরাই রদ্দা পাচারের সময় আটক করা হয়। কাপ্তাই হ্রদে পাচারের সময় এসব কাঠ আটক করা হয়।
কাচলং ষ্টেশন বিট দায়িত্বে থাকা হাসান আল তারিক জানায়, পলিথিন মনে হয় ছাদ )কাছালংমূখ চেক স্টেশনে বোট সহ জব্দ করা হয়েছে ।বন মামলা দায়ের করা প্রক্রিয়া চলিতেছে ।
এই দিকে চাম্পা ফুল চিরাই রদ্দা আসামী বোট সহ হাতে নাতে ধৃত ১৮ আগষ্ট বুধবার আদালতে সোপর্দ ব্যাবস্থা চলছে।কাছালংমূখ চেক স্টেশন কর্মকর্তা শুভলং ।