রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে চোরাই পথে অবৈধভাবে ভারতীয় মালামাল বহন করার দায়ে তিন যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ সারোয়াতলী এলাকা থেকে তাদেরকে আটক করে লংগদু জোনের আওতাধীন শিজক ক্যাম্পের একটি সেনা টহল দল। আটকরা হলো- কাঞ্চন চাকমা (৩১), এল্টন চাকমা (২১) ও কৃঞ্চ চাকমা (২৫)। তারা তিন জনেই বাঘাইছড়ির সারোয়াতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই পথে নিয়ে আসা অবৈধ ভারতীয় চা পতা ১৫০ কেজি, জিরা ১ কেজি, তিন ব্যাটারিওয়ালা টর্চলাইট ২৫টি, কমফোর্ট ফেব্রিকস কনডিশনার ১২৫টি, টুথপেস্ট ৬০টি, নোস ইনহেলার ৮৫টি উদ্ধার করে জব্দ করা হয়েছে। জব্দ করা মামলামালসহ আটক তিন জনকে দূরছড়ি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলে জানান, বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।