নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি)রাঙামাটি কার্যনিবার্হী সভা অনুষ্ঠিত হয়েছে । ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ ঘটিকায় রাঙামাটি পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) নিজস্ব কার্য্যলয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এফপিএবি রাঙামাটি শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুফিয়া কামাল, বক্তব্য রাখেন কার্যনিবার্হী কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম আকাশ ,নিবার্হী সদস্য চৌধুরী হারুনুর রশীদ, মীর সোলায়মান , জামশেদ আলাম চৌধুরী,মিসেস ইউছুফ, মেডিকেল অফিসার কেটি চাকমা, ও জেলা কর্মকর্তা অরুন কুমার শীল প্রমুখ ।
এফপিএবির-ও নির্বাচন ২০২১-২০২৪ সংক্রান্ত জাতীয় কার্যনিবার্হী কমিটির সভাপতি মো:মাসুদুর রহমান-ও স্বাক্ষরিত প্রেরিত চিটির অনুলিপির প্রেক্ষিতে আলোচনা ও পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । ৩১ অক্টোবর বাংলাদেশ পরিবার পরিকল্পনা (এফপি) রাঙামাটি শাখার সাধারণ সভার তারিখ ধার্য্য করা হয়। কোভিড -১৯ মহামারীর কারনে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি)-র ২০২১-২০২৪ মেয়াদে নির্বাচনের জন্য “নির্বাচিন বিধিমালা প্রণয়ন সম্ভব না হওয়ায় জাতীয় কার্যনির্বাহী পরিষদের ২১৫ সভার সিদ্ধান্তানুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এফপিএবি-র শাখা সমুহের ২০২১-২০২৪ মেয়াদে নির্বাচন স্থগিত করা হলো। এই অন্তর্বর্তী কালীন সময়ে বর্তমানে নির্বাচিত শাখা পরিষদ ও জাতীয় কার্যনিবার্হী পরিষদ স্ব স্ব দায়িত্ব পালন করবে।