নিজস্ব প্রতিনিধি: “গতিসীমা মেনে চলি,সড়ক দুঘর্টনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ পালিত হয়েছে।
২২ অক্টোবর শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসনের কার্য্যলয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আল মামুন মিঞা । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক মো.মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায় ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার লাইলাতুল হাসান সড়ক দুর্ঘটনার বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করেন। এতে বলা হয় বিগত ১৫ বছরে ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।
রাঙামাটি বিআর টিএ মোটর পরিদর্শক মো.শফিক উল ইসলাম বিআরটিএ কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন। রাঙামাটি ট্রাফিক সার্জেন্ট মো.ইসমাইল রাঙামাটি সিএনজি যানজট বেপোরোয়া চালক সর্ম্পকে বলেন, কেউ প্রশিক্ষন নিতে চায় না, যানজট সর্ম্পকে বলেন,শহরে বাইরে ট্রাক টার্মিনাল স্থানান্তর করা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বক্তব্য রাখেন অটোরিকসা চালক সমিতির সমভাপতি পরেশ মজুমদার , আদিবাসী যান্ত্রিক সমিতি সভাপতি বিভাষ দেওয়ান,সিএনজি মালিক সমিতির সভাপতি আলী বাবর প্রমুখ।
উল্লেখ্য ,রিকসাবিহীন একমাত্র রাঙামাটি শহরে সিএনজি চালকরা বেপোরোয়া । অদক্ষ চালকরা ওভারটেক ট্রাফিক আইন না মেনে সিএনজি ডান পার্শ্বে যাত্রী উঠা নামা করে সড়কের ওপর। পৌরশহরে সড়ক বাড়ে নাই সিএনজি বেড়েছে বৈধ -অবৈধ দেড় হাজার অধিক। রাঙামাটিতে যাত্রীবাহি বাস কমেছে সমিতির অনৈতিক হস্তক্ষেপের কারনে। সারাদেশে মেট্রো সিএনজি নিবন্ধন ও চলাচল বন্দ থাকলেও রাঙামাটিতে রেজি.বিহীন এবং চট্টগ্রাম রেজি. নিয়ে ভেদভেদী থেকে চট্টগ্রামে নিয়মিত যাত্রী পরিবহন করা হয়। এতে ৪শ টাকা করে মাসিক চাদা আদায় করে স্থানীয় শ্রমিক।