রাঙামাটি প্রতিনিধি: দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে গণঅনশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমির সামনে গণঅনশন পালন করে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন সংগঠন এতে একাত্মতা ঘোষণা করে।
গণঅনশনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষ, সহ সভাপতি ইন্দ্র লাল তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমাসহ সংগঠনের নেতৃবন্দ।
এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, একাত্তরের মৌলবাদি শক্তি এখনো দেশে বিদ্যমান রয়েছে। তারা সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন নামে হামলা করেছে। এসব অপশক্তির বিরুদ্ধে দেশের আপামর জনগণ জেগে না উঠলে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে।
গণঅনশন শেষে আন্দোলনকারীরা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।