জসিম তালুকদার চট্টগ্রাম জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশং ডে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মুজিববষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩০ অক্টোবর) সাকাল ১০ ঘঠিকার সময় রাজস্থলী থানার হয়ে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা হলরুমে এসে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, ওসি মফজল আহম্মদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান উথিনসিন মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান উথান মারমা,বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাস।
রাজস্থলী থানার এসআই মোঃ ইয়াছিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি রবার্ট ত্রিপুরা, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, শামসুল আলম সহ সভায় পুলিশিং কমিটির সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন।