রাঙ্গামাটি প্রতিনিধি: অনুপ্রবেশকারী ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী ভূমিদস্যু রমজান আলী, মোঃ রজিব ও মোঃ স্বপন গং এর হাত থেকে সংখ্যালঘু রাম পদ দাশ এর পরিবারের জায়গা ও উপাসনার মন্দির দখলের অপচেষ্টায় দফায় দফায় হামলা-মামলা, নির্যাতন ও দেশ ছাড়া করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আসামবস্তীর সিরাজের পাহাড় এলাকার জেলে পরিবার।
রবিবার (১৫ নভেম্বর) সকালে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসামবস্তী সিরাজের পাহাড় এলাকার সংখ্যালঘু পরিবারের প্রভু দাশ, রামপদ দাশ, বিজলী রানী দাশ, জোন্সা দাশ, গৌরাঙ্গ দাশসহ এলাকাবাসি।
এসময় লিখিত বক্তব্যে প্রভু দাশ বলেন, রাঙ্গামাটির প্রভাবশালী এক অনুপ্রবেশকারী নব্য আওয়ামীলীগ নেতার প্রত্যক্ষ ছত্রছায়ায় চরম সাম্প্রদায়িক ও ভূমিদস্যু বিএনপি’র নেতা রমজান আলী একাধিকবার আমাদের উপাসনার মন্দির দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আর এই ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলরকে অবহিত করলে তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমস্যা সমাধান করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুণরায় আমাদের উপাসনার মন্দিরটি দখলে নিতে তৎপর হয়ে উঠে। তারা বিনা উস্কানিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের বাসায় ঢুকে মা-বোনদের উপর হামলা চালায় এবং শ্লীলতাহানি ঘটানোর চেষ্টা করে। এমনকি রমজান আলী গংরা আমাদের উপাসনা মন্দির ও জায়গা দখলে নিয়ে আমাদেরকে বেকার বানাতে এবং এলাকা থেকে তাড়াতে আমার পরিবারের ৬জন সদস্যের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করে। তার অভিযোগ থেকে আমার বৃদ্ধ পিতাও বাদ পড়েনি।
তিনি আরো বলেন, আমাদের প্রতিপক্ষ রমজান আলী গংরা সাম্প্রদায়িক লোক। আমাদের পুরো পরিবারের লোকজনকে হামলা-মামলা ও নির্যাতন করে দেশ ছাড়া করার হুমকী প্রদান করছে। এইসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে আবেদন করা হলেও এখনো পর্যন্ত আমাদের এই বিষয়টি কোন সুরাহা হয়নি বরং রমজান আলী গংরা দিন দিন আরো বেশী বেপরোয়া হয়ে উঠছে। তারা আমাদের জায়গা দখলে নিতে মিথ্যা মামলার মাধ্যমে কাল্পনিক প্রতিবেদন দিয়ে আমাদেরকে জেল হাজতে ঢুকাবে এবং তাদের দ্বারা সৃষ্ট জাল কাগজপত্র দিয়ে আমাদের ঘর-বাড়ি দখলের পাঁয়তারা চালাচ্ছে। আর বর্তমানে আমার পরিবার রমজান আলী গংদের ভয়ে চরম অসহায় ও প্রাণের ঝুঁকি নিয়ে চরম আতঙ্কে দিন অতিবাহিত করছি। তাই আমরা শান্তি ও নিরাপদে থাকতে চাই। এই জন্য যারা আমাদেরকে হামলা, মামলা ও নির্যাতন করে দেশ ছাড়া করতে চায় তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।
উল্লেখ্য বেশী কিছুদিন ধরে প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালীর আশ্রয়ে দলীয় প্রভাব খাটিয়ে সরকারী -বেসরকারী দখল প্রক্রিয়া বৃদ্ধি পেয়েছে । কোন ধরনের আইনগত ব্যবস্থা দ্রুত না হওয়ায় রাঙামাটি বেপোরোয়া দখলবাজরা ।