চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি: পার্বত্য জেলা ও দায়রা জজ আদালতে নবাগত আইনজীবিদেও প্রশিক্ষণ কর্মশালা -২০২১ আয়োজন করেছেন। বার কাউন্সিল কর্তৃক তালিকাভৃক্ত ২০২১ সনে ১১জন বিজ্ঞ আইনজীবিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মর্যাদা বিকাশে এই প্রশিক্ষন কর্মশালা ।
১৬ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকা হতে জেলা আইনজীবি ভবনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাঙামাটি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিপি , রাঙামাটি আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গাফ্ফার(মুন্না) সভাপতিত্ব করেন রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি কল্যান মিত্র চৌধুরী (কানু) । এসময় রাঙামাটি আইনজীবি সমিতির সকল সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।