নিজস্ব প্রতিনিধি: রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে রাঙামাটি জেলার তিন উপজেলার ৮টি ইউনিয়নে ভোট হবে। এগুলোর মধ্যে চার ইউপিতে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা। ফলে এ চারটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে না। এদিকে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচনি কর্তৃপক্ষ ও প্রশাসন। নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রাঙামাটির আটটির মধ্যে যে চার ইউপিতে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন- রাজস্থলী উপজেলায় ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নে প্রাক্তন চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক পুচিংমং মারমা এবং কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অংক্যজ চৌধুরী ও কলমপতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ক্যজাই মারমা।
রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার উৎপল বড়–য়া জানান, রাজস্থলী উপজেলায় তিনটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে শুধু বাঙ্গালহালিয়াতে।
এদিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন – আওয়ামী লীগের আদোমং মারমা, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ঞোমং মারমা ও বাংলাদেশ ইসলামি আন্দোলনের আবদুল রসিক আকন্দ। কাউখালী উপজেলার চারটির মধ্যে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে ঘাগড়া এবং ফটিকছড়ি ইউপিতে। ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন- আওয়ামী লীগের নাজিম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র) জগদীশ চাকমা এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সুভাষ চাকমা, ফটিকছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন- আওয়ামী লীগের লাথোয়াই মারমা ও ঊষাতন চাকমা (স্বতন্ত্র) এবং কাপ্তাইয়ের চিৎমরমে নেথোয়াই মারমা খুন হওয়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান চেয়ারম্যান ক্যাইসা অং মারমা (স্বতন্ত্র)।
যেখানে যেই দলের প্রভাব বিস্তার বেশী সেই দলের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভবনা না ।
১৬ অক্টোবর কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নেথোয়াই মারমা সন্ত্রাসীদের গুলিতে খুন হওয়ায় দ্বিতীয় ধাপ থেকে পিছিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপে। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ভোট হবে রাঙামাটির ১০ ইউপিতে।