নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর লাগেজ থেকে ৬০ লাখ টাকার ৬০টি ওয়ান প্লাস এইট প্রো মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ (ডিসিএইচ)। ওই যাত্রীর নাম জাহাঙ্গীর আলম। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৪) দুবাই থেকে ঢাকায় আসেন তিনি।
ডিসিএইচের সহকারি কমিশনার সোলাইমান হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহজালালের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে কাস্টমস গোয়েন্দারা। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে মোবাইলগুলো পাওয়া যায়।
প্রসঙ্গত, মোবাইল হ্যান্ডসেট ট্যাক্সযোগ্য পণ্য হওয়ায় এটি আমদানির আগে আমদানি অনুমতি (ইমপোর্ট পারমিট) থাকতে হয়। এছাড়াও এটি বহনের আগে কাস্টমসে পণ্যের সংখ্যা ও মূল্যের ঘোষণা দিতে হয়। জাহাঙ্গীর অনুমতি না নিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে ফোনগুলো আনে। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।