1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রংপুর শহরে প্রেসক্লাবের সামনে এক যুবককে গণপিটুনি, আটক ৩

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৯৭ Time View

রংপুর জেলা প্রতিনিধিঃরংপুর শহরের প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের সামনে রাস্তার মাঝে দিনের বেলায় এক যুবককে প্রায় ৮/১০ জন যুবক মিলে লাঠি ও বিভিন্ন অস্ত্র দিয়ে মারপিট করে আহত করেন। যার দৃশ্য সামাজিক যোগাযোগের বড় মাধ্যেম ফেসবুকে ছড়িয়ে পড়ে । রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পুলিশ ৩ জনকে আটক করেন।এরপর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি গত (১১ মার্চ) বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর প্রেসক্লাবের সামনেই ঘটেছে। অনুসন্ধানের পর জানা যায়,আহত যুবকের নাম ফরহাদ (২৮), বাবার নাম আব্দুল আলীম, বাসা. জাহাজ কোম্পানির মোড় এলাকায়।আহত যুবক বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।তবে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত জানিয়েছেন যে,তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায় , বিয়ের অনুষ্ঠান থেকে ফিরার পথে তার সঙ্গে একটি মেয়েও ছিল।প্রেস ক্লাবের পাশে এক ছাপাখানার দুই কর্মচারী মেয়েটিকে উত্ত্যক্ত করেলে ফরহাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এই ঘটনাকেই কেন্দ্র করে (১১ মার্চ) বৃহস্পতিবার বিকালে ফরহাদ প্রেস ক্লাব মার্কেটের সামনে আসলে তাকে ৮/১০ জন যুবক লাঠি, লোহার রড, পাইপ, ইত্যাদি নিয়ে এসে তার ওপর হামলা করে এবং এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

আহত অবস্থায় ফরহাদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সন্ধ্যার পর ফরহাদের ওপর হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, দিনের বেলায় এ ধরনেরর সন্ত্রাসী হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তৎক্ষনাৎ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসি। তারা তিনজন সহ কারা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্ট: মো: হোসেন শ্রাবণ,রংপুর।

আরও পড়ুন: রংপুরে ১৯ মার্চ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে, ৫ দিন ব্যাপি যাত্রাপালা

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..