বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির ভারত সীমান্তে বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যাবসায়ী আহত হয়েছে তারা হলেন মিজান (৩২) মুদি ব্যবসায়ী পিতাঃআবুল কালাম ও মোঃসাগর গ্যাস ব্যবসায়ী পিতাঃআব্দুল হালিম , গতকাল এই ঘটনা ঘটে। উক্ত ব্যক্তিরা সাজেক হতে মটর সাইকেল যোগে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি নামক এলাকায় পৌছালে হঠাৎ তাদের উপর শর্টগানের ফায়ার এসে লাগে।এতে দুইজন আহত হয়।
তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরের উদ্দেশ্য পাঠানো হয় হয়েছে বর্তমানে দুজনেই আশংকা মুক্ত বলে জানা যায়। সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন : রাঙামাটি লংগদুর ভাসান্যাদম হ্রদের পাশে হাতি নবজাতক শাবক জন্ম