নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মো. আলাউদ্দিন (৩৫) ও আজিজুল হক (২৫)। আলাউদ্দিন সৌদিয়া পরিবহনের চালক। সোমবার রাতে হাতিরঝিলের পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। তারা হলেন- আজিজিুর রাহমান (৩৪) ও ফয়েজ আহম্মেদ (৫০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে প্রাইভেট কারের মাধ্যমে ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো।