নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যানে ও গুলিস্তানে বিলাসবহুল গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ডেমরা থেকে জাহাঙ্গীর (৪৫) ও আরিফ (২৮) এবং গুলিস্তান থেকে সোহেল (৩৬) ও স্বপনকে (৩৪) গ্রেফতার করা হয়। অন্যদিকে, রাজধানীতে পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্টতায় আরও ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার টু রামপুরা সড়কের মীর পাড়ার হাজী জমির আলী সুপার মার্কেটের সামনে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় কাভার্ডভ্যানটিতে বিশেষ কায়দায় রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ জাহাঙ্গীর ও আরিফকে গ্রেফতার করে ডিবি রমনার একটি দল।
তিনি আরও বলেন, ডিবি রমনার অন্য একটি দল গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় এলাকায় বিলাসবহুল নিসান এক্স-ট্রায়াল গাড়িতে তল্লাশি চালায়। এ সময় সে গাড়িটি থেকে ২৭৫ বোতল ফেন্সিডিলসহ সোহেল ও স্বপনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে ডেমরা ও শাহবাগ থানায় পৃথক মামলা করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সূত্র জানায়, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ গ্রাম হেরোইন, তিন কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।