এতদিন হল কাজের কাজ কেউ কিছুই করতে পারছে না। বহুদিন ধরে দেখছি সবাই খালি দারপ্রান্তে, দারপ্রান্তে। ওই মাস থেকে পরীক্ষা শুরু তার পর বাজারে আসবে তার পরের বছর মিলব, নানা কথা। সম্প্রতি আমেরিকা স্পেস ফোর্স গঠন করেছে। যুদ্ধ হানাহানি শুধু পৃথিবীতে করলেই আর চলতেছেনা এটাকে মহাকাশে নিয়ে যেতে হবে। কিন্তু এতদিন হয়ে গেল দেখেন করোনার ভ্যাকসিনটাই আবিষ্কার করতে পারল না। হয়ত মানব বিধ্বংসী কোনো অস্ত্র হলে রাতারাতি সম্ভব ছিল। এখন বিশ্ব মোড়ালরা সবাই চুপ। মানুষ বাঁচানোর কোনো পরিকল্পনা নেই, আছে যত মারার পরিকল্পনা।