আল-আকসা ও ফিলিস্তিন বিষয়ের বিরুদ্ধে যে পরাশক্তি রাষ্ট্র ভেটো দিবে তার সাথে সম্পর্ক বানিজ্যিক বন্দ করে দেয়া মুসলিম রাষ্ট্রের জন্য ফরজ বলে মনে করি। অবরোধ ইসলাম স্বীকৃত।
যেমন: বদর যুদ্ধের আগ মূর্হুতে মক্কার আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা আটকে দিয়েছিল নবী করিম (সাঃ)।
মুসলিমদেশ বণিকায়ণ এবং দুর্বৃত্তায়ন এটি থেকে নিজ এবং দেশকে মুক্ত করতে হবে।
বিচলিত ও দ্বিধান্বিত না হয়ে আরো দীপ্তি পদভারে নির্যাতিত ফিলিস্তিনের জনগণের সংগ্রামের কাফেলায় এসে এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্ব মুসলিম রাষ্ট্র গুলোকে।
আর্ন্তজাতিক ভাবে বিরোধীরা সমালোচনা করবে, মৃত্যুকে তাড়া করবে তবুও মৃত্যুর দুয়ার থেকে বার বার ফিরে এসে বিচলিত ও দ্বিধান্বিত হওয়া যাবেনা।
ফিলিস্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি ও স্রষ্টার অভিশপ্ত জাতী ইহুদী’র আস্ফালন বড় দুঃখ জনক!
বিশ্ব মুসলিম আজ অসহায়! দরকার একজন সাহসী বীর সেই সালাহউদ্দীন আয়ুবী’র!
এই ছবি শুধু ছবি নয়…..
নরপশুদের আঘাত পিঠে সইবার সব শক্তিটুকু বুকে আগলে রেখে চির অঠুট মাহাত্ম্যর মহিমান্বিত নিজ ধর্মকে রক্ষা করার জাগ্রত দৃঢ় প্রয়াসের প্রতিচ্ছবি…
আল- আকসা মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের উপর আক্রমণকারী সকল জুলুমকারী ধ্বংস হোক।
কি লাভ যুদ্ধ করে…কি এমন লোভ আধিপত্য বিস্তারে…? মানুষে মানুষ হানাহানি বন্ধ হউক। সুন্দর পৃথিবীতে সর্বশ্রেষ্ট জীবের বসবাস হউক শান্তি ও কল্যানের মধ্যে দিয়ে….!!
[লেখক-ডা.জসিম তালুকদার
সমন্বয়কারী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা]