আজকে লিখতে গিয়ে আমার বারবার কান্না পাচ্ছে । আমার মন এই কষ্ট ছাপিয়ে বাইরে বেরিয়ে আসতে পারছেনা। সময়ের সাথে সাথে এই ব্যাথাও একদিন প্রশমিত হবে। আমরা আপনজনদের হারানোর তীব্র ব্যাথাও সময়ের সাথে সাথে একটু একটু করে ভুলে যেতে থাকি, অত:পর আবার জীবনের প্রয়োজনে জীবনের হাত ধরে সামনে এগিয়ে যাই। সহ্য করার এই ক্ষমতা দেয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।
ডা: মঈন উদ্দিন সাহেবের অনাথ সন্তানদের মুখ দেখি আর আমার ইলুর মুখ দেখি। বাবার মায়া থেকে এতো অল্প বয়সে বঞ্চিত হওয়া শিশু জিহাদ ও জায়ানের মুখ মনে পড়ে। সামাজিক মিডিয়ায় তার মুখ কিছুদিন ভেসে বেড়াবে তারপর আমরা ভুলে যাব তার কথা তবে যাদেরকে তিনি অন্তর দিয়ে সেবা দিয়ে গেছেন তাদের মনে নিজের জায়গাটা চিরস্থায়ী বন্দোবস্ত করে গেছেন, অনেকের মনেই তিনি প্রেরণা আর মানবিকতার দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন- “প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।”
এই শুক্রবার সরকারি ছুটির দিনে সিলেট থেকে সুনামগঞ্জের ছাতকের নাদামপুরে ছুটে আসবেন না ডা: মঈন উদ্দিন! বিনামূল্যে গরিব অসহায়দের ব্যবস্থাপত্র দিবেন না! বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পও করবেন না তিনি। ডা. মঈনুদ্দিন শুধু গরিবের ডাক্তার ছিলেন না, এলাকার কোন রোগী তার সিলেট চেম্বারে গেলেও তিনি তাদের ফ্রি দেখতেন। বড় ডাক্তার হয়েও নিজের গ্রামের মানুষদের ছোট্ট হৃদয়ে মানবতার মহীরুহ হয়ে বেঁচে ছিলেন ও থাকবেন তিনি। ডা: মঈন উদ্দিন যে এম সি কলেজ, সিলেট থেকে এইচ এস সি পাশ করেছেন আমিও সেই কলেজ থেকে এইচ এস সি পাশ করেছি ভেবে গর্ববোধ করছি।
ইতালীতে আজকে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬৬৭ জন যা বাংলাদেশের মোট আক্রান্তের চেয়েও দিগুন।এখানে হাজার হাজার মানুষ নিজেদের ঘরে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন, এমন একটি ঘটনাও ঘটেনি যে আক্রান্ত লোক বা তার পরিবারকে কেউ হেয় প্রতিপন্ন করেছে, একটি ঘটনাও এমনটি শুনিনি। অথচ বাংলাদেশে আমরা কতোটা হীন ও স্বার্থপর বলেই এমনকি মৃত্যুর ঝোঁকি নিয়ে যে ডাক্তার বা অন্যান্য চিকিৎসা সেবায় সম্পৃক্ত লোকেরা সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে নাজেহাল করছি, বাসা বা এলাকা ছেড়ে দিতে চাঁপ প্রয়োগ করছি।
মৃত্যু ত মানুষের অনিবার্য পরিণতি তবে মানুষ না হয়ে মারা গেলে ত বেঁচে থাকাটাই বৃথা! ইতালীর মতো বাংলাদেশে যদি মোট আক্রান্তের সংখ্যা ১৬৫১৫৫ জন হতো আর ২১৬৪৫ জন মারা যেত তবে না জানি আরো কতো সামাজিক নিপিড়নের ঘটনা শুনতে পেতাম।
আল্লাহ তুমি আমাদের রহম করো মাবুদ, বাড়িওয়ালা, ব্যবসায়ি, বড়লোক, ছোটলোক, রাজনিতিবিদ বা বুদ্ধিজীবী বানানোর আগে মানুষ বানাও, মায়া ও মমতায় ভরা মানুষ বানাও!
১৬/০৪/২০২০
মিলান,ইতালী।
তথ্যসূত্র – লা রিপাবলিকা, সিলেটের ডাক।