বিশ্বাস থেকেই উৎপন্ন হয় সুখ-দুঃখ :
-ডা. জসিম তালুকদার
মন বিশ্বাস তৈরী করে। কিন্তু বিশ্বাস যখন তৈরী হয়ে যায় তখন বিশ্বাসই হয়ে উঠে মনের চোখ। মন তখন দুনিয়া দেখে তারই তৈরী বিশ্বাসের চোখ দিয়ে।
ফলে বিশ্বাস থেকেই উৎপন্ন হয় সুখ দুঃখ।
মানুষের চরিত্র গড়ে উঠে তার বিশ্বাস অনুযায়ী। মানুষের ভোজন চলন বলন আচরণ সবকিছু নিয়ন্ত্রণ করতে থাকে তারই তৈরী করা বিশ্বাস।
কেউ মোচ কেটে দাড়ি রাখে, কেউ দাড়ি কেটে মোচ রাখে। কেউ মস্তক মুণ্ডন করে, কেউ বাবরি চুল রাখে। কেউ শূকর খেতে পছন্দ করে, কেউ শূকরের নাম শুনলেই বমি করে। কেউ গরুর পূজা করে- কেউ গরু জবাই করে। মানুষের আচরণ ভিন্ন, কারণ বিশ্বাস ভিন্ন।
বৃক্ষ যেমন বীজ থেকে বিকশিত হয়- মানুষও তেমন বিকশিত হয় তার অন্তস্থিত বিশ্বাসের বীজ থেকে।
যে যেমন ফল চায়- তাকে তেমন বীজ রোপন করতে হয়।
????যে ন্যায়ের বীজ বপন করে সে অন্যায় করে না।
????যে শান্তির বীজ বপন করে সে সংঘাতে জড়ায় না।
????যে প্রেমের বীজ বপন করে সে ঘৃণা করে না।
????যে অহিংসার বীজ বপন করে সে আক্রমণ করে না।
মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয় তার বিশ্বাস দ্বারা। সুতরাং কেবল বিশ্বাস পরিবর্তনের মাধ্যমেই মানুষের পরিবর্তন সম্ভব ।
( বিজ্ঞ আইনজীবী ও মানবাধিকার কর্মি জনাব বেলাল চৌধুরী, দৈনিক তথ্য বার্তার দঃ জেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মি আনিসুর রহমান, এবং আমি ডা. জসিম তালুকদার, মানবাধিকার সংগঠক,জেলা সংবাদ প্রতিনিধি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ও সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা-বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ)